, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


জি-২০ সম্মেলন: কাশ্মীরের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে বাংলাদেশের ছবি ব্যবহার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ০৪:০৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ০৪:০৯:০২ অপরাহ্ন
জি-২০ সম্মেলন: কাশ্মীরের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে বাংলাদেশের ছবি ব্যবহার
এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আজ সোমবার ২২ মে থেকে শুরু হয়েছে জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয়তম সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। কিন্তু সেই প্রচারণাতেই বেঁধেছে বিপত্তি।

শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের একটি সড়কের ছবি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ‘শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোড’র বর্ণনা প্রকাশে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, তার একটি বাংলাদেশের পটুয়াখালী জেলার ঝাউতলার ছবি বলে জানিয়েছে ফ্রি প্রেস কাশ্মীর। একই কথা বলছে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনও।
 
এদিকে প্রচারকদের দাবি, জি২০ সম্মেলন সামনে রেখে কাশ্মীরে ‘রূপান্তরের অত্যাশ্চর্য প্রতীক’ এই ছবিটি। এই দাবি করা ব্যক্তি বা সংস্থাগুলোর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)। তারা ঝাউতলার ছবিটি ব্যবহার করে ক্যাপশনে লিখেছে, শ্রীনগরে জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্দ রোডকে নতুন চেহারা দেওয়া হয়েছে।
 
জম্মু-কাশ্মীর ভিত্তিক বেসরকারি সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট একই দাবি করে ছবিটি টুইট করেছিলেন। যদিও পরে সেটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে। ভারত সরকারের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি হাততালির একাধিক ইমোজি দিয়ে টুইটটি ‘রিপ্লাই’ করেছেন।

এছাড়া আরও অনেক অ্যাকাউন্ট থেকে একই দাবি করে ছবিটি শেয়ার করা হয়েছে। তবে ছবিটির ‘রিভার্স ইমেজ’ সার্চে দেখা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ‘ঝাউতলা পটুয়াখালী’ নামে একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করা হয়েছিল ছবিটি।
সর্বশেষ সংবাদ