, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরাঁওয়ে হয়রানির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০৬:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০৬:১৪:৫৯ অপরাহ্ন
ঠাকুরাঁওয়ে হয়রানির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও: হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ তহমিনা আক্তার মোল্লা। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করেছেন।

মঙ্গলবার বিকেলে শহরের আশ্রম পাড়ায় তহমিনা আক্তার মোল্লার নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তহমিনা জানান, দীর্ঘ আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে আপিল করে গত ২৮/১২/২০২৩ ইং তারিখে আমি আমার প্রার্থীতা ফিরে পাই এবং ৩১ তারিখে বিকেল ৪ টার সময় ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা আমাকে ঈগল প্রতিক প্রদান করেনও নির্বাচনী প্রচারনার অনুমতি দেন। এর আগে আমার প্রার্থিতা বাতিল করে আমার মূল্যবান সময় নষ্ট করা হয়েছে। এটা উদ্দেশ্য প্রনোদিতভাবেই করা হয়েছে বলে আমি মনে করি।

গত ২৮ ডিসেম্বর এর আগে ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী প্রাণ বা কোন আমেজ ছিলনা। আমার প্রার্থীতা ফিরে পাবার পরই এ চিত্র পরিবর্তন হয়েছে এবং ভাটাররা ভোট কেন্দ্রমুখী হয়েছে। তবে জাতীয় নির্বাচনের প্রচারনার জন্য ৪ দিন সময় অনেক কম বলে আমি মনে করি। আমাকে হেয় ও আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই আমার প্রার্থীতা বাতিল করা হয়েছিল বলে আমি মনে করি।

শেষে তিনি তার প্রতি মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করেন। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস