, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তাসকিনের বলে আঙুলে চোট, ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়লেন তামিম

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০৩:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০৩:২৬:৩০ অপরাহ্ন
তাসকিনের বলে আঙুলে চোট, ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়লেন তামিম
এবার বিপিএলকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। নিয়মিতই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসছেন টাইগার এই অধিনায়ক। আজ মঙ্গলবারও এসেছিলেন মিরপুরের মাঠে অনুশীলন করতে। তবে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম আবারও চোটের থাবায় আক্রান্ত।

শুরুতে গুরুতর কিছু মনে করা না হলেও, শেষ পর্যন্ত ব্যান্ডেজ নিয়েই মিরপুর ছেড়েছেন তামিম। ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বোলার তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম। ব্যথা পাওয়ার পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আবার ব্যাটিংয়েরও।

কিন্তু শেষ পর্যন্ত অনুশীলন না করেই চলে আসেন ইনডোরের ভেতরে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন ফিজিও বায়েজীদুল ইসলাম। পরে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়েন তামিম ইকবাল। তামিম ইকবাল বেশ অনেকটা দিন থেকেই মাঠের বাইরে আছেন।

কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এর আগে গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন অবসরের ঘোষণা।

এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে। সেই লক্ষ্যেই মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। তবে আজ আবারও নতুন চোটে অনুশীলন ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরবর্তীতে তাকে আবার কবে নেটে দেখা যাবে, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। 
সর্বশেষ সংবাদ