, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্বতঃস্ফূর্তভাবে ডামি নির্বাচন বর্জন করেছে জনগণ: রিজভী

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ১২:০৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ১২:০৪:৫৮ অপরাহ্ন
স্বতঃস্ফূর্তভাবে ডামি নির্বাচন বর্জন করেছে জনগণ: রিজভী ছবি: সংগৃহীত
সাইফুল্লাহ, ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচন এক দলীয় ও অগণতান্ত্রিক-ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি জনগণকে ধন্যবাদ দেন নির্বাচনকে বর্জন করার জন্য। কে কে এমপি হবেন তা ঠিক করে রেখেছেন ইসি সচিব তা বলে দিয়েছিলেন।

নির্বাচনের ফল আগে ঠিক থাকলেও তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় এ মন্তব্য করেন রিজভী। 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান রিজভী।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলো আজ থেকে আবার আন্দোলন চালিয়ে যাবে। এই ডামি নির্বাচন কখনো বাংলাদেশের মানুষ মানবে না।

লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সর্বশেষ সংবাদ