আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় সরকারের অধীনে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহমূলক হতে পারে, সেটা আমরা দেখিয়েছি। আপনারা (বিদেশি পর্যবেক্ষক) আসার মাধ্যমে আমাদের দেশের গণতান্ত্রিক বিধিব্যবস্থা আরও বেশি শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।
আজ সোমবার ৮ জানুয়ারি গণভবনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।’
এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা এখন আশাবাদী যে আমরা সরকার গঠন করব। আমরা উন্নয়শীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা সেই প্রস্তুতি আগে থেকেই নিয়েছি। বাকি কাজটাও করতে হবে। যদি আমাদের আরও অনেক কাজ বাকি আছে। দারিদ্র্য বিমোচনে আমাদের আর নানা কর্মসূচি হাতে রয়েছে।
এ সময় তার ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে শেখ হাসিনা আরও বলেন, আমার লক্ষ্য একটি মানুষও হতদরিদ্র থাকবে না। এখন আমাদের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় আরও প্রশিক্ষিত করা।