, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জ- ৪ আসনে জামানত হারালেন দুই প্রার্থী

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৪:১১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৪:১১:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জ- ৪ আসনে জামানত হারালেন দুই প্রার্থী
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে (উল্লাপাড়া) সংসদ সদস্য পদে নির্বাচন করে জামানত হারালেন দুই প্রার্থী। এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ হিল্টন প্রামানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল। 

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে হিল্টন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট এবং  জাসদের প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯৬৪ ভোট। উল্লাপাড়া আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৪০। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৬৭।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে তাদের জামানত রক্ষা করতে মোট প্রদত্ত (কাস্টিং) ভোটের ৮ ভাগের অন্তত: ১ ভাগ ভোট পেতে হবে। সেক্ষেত্রে উল্লিখিত দুই প্রার্থীকে ২৯ হাজার ২৪৫ ভোট পেতে হবে। সেক্ষেত্রে তারা যে ভোট পেয়েছেন তাতে তাদের জামানত বাজেয়াপ্ত  হয়েছে। সিরাজগঞ্জ -৪ আসনে মোট ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি বিজয়ী হয়েছেন। এই আসনে উল্লিখিত হিল্টন প্রামানিক ও মোস্তফা কামাল বকুলসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 
 
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা