এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার লড়াই শুরু হয়ে গেল। আজ সোমবার ৮ জানুয়ারি ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ট্রেনিং শুরু করেছেন তিনি।
আজ বিকেল সোয়া ৩টার দিকে সাকিব ইনডোরে প্রবেশ করেন। আসার আগে অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনডোরে সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম।
এরপর ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে। সবাই ইনডোরে প্রবেশের পর একটি কালো মাইক্রোবাস যোগে সাকিব আসেন।
গত বিশ্বকাপ থেকে ফিরে সাকিব ব্যস্ত হয়ে যান নির্বাচনী প্রচারণায়। এটি চলে গতকাল ভোটের দিন পর্যন্ত। মাগুরা-২ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে বিজয়ী হওয়ার পর ভোর রাতে সাকিব ঢাকায় ফেরেন। দুপুরে আসেন মিরপুরে।
এদিকে ১১ দিন পর শুরু হবে দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকে ফিটনেসের কাজ করছিলেন। এবার ব্যাটে-বলের লড়াই শুরু।