, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিরোধীদের নির্বাচন বয়কট মানেই ফলাফল বাতিল নয়: পাউলো কাসাভা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৩:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৩:৫০:২৮ অপরাহ্ন
বিরোধীদের নির্বাচন বয়কট মানেই ফলাফল বাতিল নয়: পাউলো কাসাভা
বিরোধীদের নির্বাচন বয়কট মানেই নির্বাচনকে অবৈধ কিংবা অংশগ্রহণমূলক হয়নি এমন বলা যায় না বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাউলো কাসাভা। আজ সোমবার ৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এদিকে পাউলো কাসাভা বলেন, নির্বাচন বয়কট মানেই এই নয় যে নির্বাচন অবৈধ কিংবা অংশগ্রহমূলক হয়নি। এখানে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ যথেষ্ট ভালো ছিল। প্রিসাইডিং অফিসাররা দারুণ কাজ করেছে।

এ সময় পাউলো কাসাভা আরও বলেন, নির্বাচনে না এসে বিএনপি খেলার বাহিরে নিজেকে নিয়ে গেছে। ট্রেন মিস করেছে। যে ভুল আগামীতে দলটি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান