, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামীতে রাজনীতিতে আসবো: শামীম ওসমানের আসনে ভোট দিয়ে বাপ্পী

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৩:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৩:০৮:১৫ অপরাহ্ন
আগামীতে রাজনীতিতে আসবো: শামীম ওসমানের আসনে ভোট দিয়ে বাপ্পী
এবার নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। যে আসনের বর্তমান সংসদ সদস্য আওয়মী লীগ নেতা শামীম ওসমান। গতকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বাপ্পী। এদিন বিকেলে নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয় গিয়ে ভোট প্রদান করে বাপ্পী বলেন, ‘আগামিতে আমি রাজনীতিতে আসবো।’

এ সময় তিনি বলেন, আমার ইচ্ছে আছে রাজনীতিতে। আমাদের ফিল্মের ফেরদৌস ভাই, মাহিয়া মাহিরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য আমাদের এই অঙ্গণ আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছে আছে রাজনীতিতে আসার।

তিনি বলেন, এ ক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে সেটা দেখার বিষয়। ফেরদৌস ভাই বা মাহি যদি নির্বাচিত হন তাহলে সিনেমার মানুষ হিসেবে তাদের কাছে গেলে নিশ্চয়ই উপকার পাবো। তারা পাশ করুন এটাই চাই।’
 
বাপ্পী আরও বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরিবেশ ছিলো শান্তিপূর্ণ। ঢাকা থেকে এখানে ভোট দিতে এসে রাস্তায় কোনো ঝামেলা হয়নি। আমি যাকে ভোট দিয়েছি আশা করি সে এবারও জয়ী হবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক ক্ষমতায় আসবে। তাহলে প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি এদিক থেকে আমরা বেশি দূরে নেই। এশিয়ার মধ্যে আমরা অনেক এগিয়ে আছি।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা