, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইল সদরে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ারের হ্যাটট্রিক জয়

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৩:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৩:০৫:২৬ অপরাহ্ন
টাঙ্গাইল সদরে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ারের হ্যাটট্রিক জয়
টাঙ্গাইল প্রতিনিধি,জাহিদ হাসান:  দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

 ঘোষিত ফলাফলে ছানোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পান ৭২ হাজার ২৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিয় প্রার্থী (নৌকা) পান ৬৫ হাজার ৮৬৭ ভোট। এ নিয়ে ছানোয়ার হোসেন টানা ৩ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

 ফলাফলে দেখা যায়, ১২৭টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ১৯৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭২, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৭২২ জন। ২ হাজার ৯১৮ টি ভোট বাতিল করা হয়। ৩৯ পাসেন্ট ভাগ ভোট কাটিং হয়। 

উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ সালে টাঙ্গাইল-৫ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের