দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন (ভৈরব-কুলিয়ারচর) থেকে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিসিবির সভাপতি ও নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন।
এ আসনে পাপন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি মার্কার হাজি মো.রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২ শত ৬ ভোট।
এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল ৩০৫৬, সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে আয়ুব হোসেন ১১৯৪, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী একতারা প্রতীকে হেলাল উদ্দিন বাচ্চু ৯৫৫, এনপিপির প্রার্থী আম প্রতীকে তারেক মো. শহীদুল ইসলাম ৪৩১ ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা নিয়ে আবদুল সাত্তার খোকন ২৪৬৯ ভোট পেয়েছেন।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত স্বর্তস্ফূর্তভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছিলেন।
ভোটের শুরুতেই ভৈরব পৌর শহরের আব্দুল আজিজ মাতৃসদন, মুন আইডিয়াল কিন্ডার গার্টেন, ভৈরব সরকারি কেবি পাইল হাই স্কুল, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ও এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কুলিয়ারচরেও ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল।
জানা যায়, ভৈরব-কুলিয়ারচরে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩১৯ জন। এদের মধ্যে ভৈরবে ২ লাখ ৩৯ হাজার ৫৮ জন ও কুলিয়ারচরে ১ লাখ ৫৯ হাজার ২৬১ জন ভোটার। দুই উপজেলায় ১৪২টি কেন্দ্রের মধ্যে ভৈরবে ৮৬ টি ও কুলিয়ারচরে ছিল ৫৬ টি কেন্দ্র।