, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিপুল ভোটে জয়ী পলক

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৭:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৭:৪৭:৫৫ অপরাহ্ন
বিপুল ভোটে জয়ী পলক
এবার নাটোর-৩ সিংড়া আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক। আজ রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী পলক নৌকা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়েছেন।

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মো. শফিকুল ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আলতাফ হোসেন ফুলের মালা, আবুল কালাম আজাদ সোনালী আঁশ, আমিরুল ইসলাম ডাব, আব্দুল্লাহ-আল-মামুন ট্রাক, আনোয়ার হোসেন কুলা, আনিসুর রহমান লাঙ্গল ও মিজানুর রহমান হাতুড়ি প্রতীকে শূন্য ভোট পেয়েছেন।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী।

এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান