, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিপুল ভোটে জয়ের পথে সাকিব

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
বিপুল ভোটে জয়ের পথে সাকিব
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে এবার চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সে হিসেবে মাগুরা-১ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।
 
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

এদিকে মাগুরা-১ আসন থেকে আসা ৩০টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাকিব। নৌকা প্রতীকে ওই ৩০ কেন্দ্রে ভোট পড়েছে ৫১ হাজার ৯১৮ টি। এর মধ্যে সাকিব পেয়েছেন ৫১ হাজার ভোট। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মাত্র ২৩৩টি ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।   
 
জাতীয় পার্টি থেকে লাঙল মার্কায় মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ পেয়েছেন ১২৯টি ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের পার্থী কে.এম. মোতাসিম বিল্লার টেলিভিশন মার্কায় ভোট পড়েছে ৩৯টি। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাকিব।    
 
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।
 
সর্বশেষ সংবাদ