, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সহযোগিতা পেয়েছি বলেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে: সিইসি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৬:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৬:৩২:৪২ অপরাহ্ন
সহযোগিতা পেয়েছি বলেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে: সিইসি
সহযোগিতা পেয়েছেন বলেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন দাবি করেন।
 
এ সময় সিইসি বলেন, ‘যেহেতু ব্যালট, (ভোট গণনায়) কতক্ষণ সময় লাগবে জানি না। নির্বাচনটা শেষ হবে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। আমি যদি বলি চমৎকার নির্বাচন করেছি, বলবেন আপনাকে বিশ্বাস করবে কে?

আপনারা (সাংবাদিকরা) যদি বলেন তাহলে মানুষ বিশ্বাস করবে। সুতরাং আমাদের কথার সঙ্গে আপনাদের মিল পাবেন। আমি দেখেছি নির্বাচনের সার্বিক বিষয়ে মিডিয়া নজর রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি না সেটি জনগণ কীভাবে বলে সেটির দেখে হয়তো বলতে পারবো। দলীয় সরকারের অধীনে নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে সরকারের আন্তরিকতা ছিল।

তাদের সেই সহযোগিতা পেয়েছি বলে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। চূড়ান্ত মূল্যায়ন হলে বলা যাবে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান