, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোটে এগিয়ে নানক, ধারের কাছেও নেই কেউ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৬:০০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৬:০০:২৭ অপরাহ্ন
ভোটে এগিয়ে নানক, ধারের কাছেও নেই কেউ
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জাফ র ইকবাল নান্টু।

এই আসনে ১৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। এতে জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ৮ হাজার ৭৪৮ ভোট, মো. জাফর ইকবাল নান্টু পেয়েছেন ১৪২ ভোট।

এদিকে সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। এবার ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।
সর্বশেষ সংবাদ