, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগে থেকে সিল মেরে রাখা অর্ধশতাধিক ব্যালট বাতিল

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৪:১৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৪:১৫:৫৯ অপরাহ্ন
আগে থেকে সিল মেরে রাখা অর্ধশতাধিক ব্যালট বাতিল
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশজুড়ে ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যেই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ভোট শুরু হওয়ার আগে থেকে সিল মেরে রাখা ৫৩টি ব্যালট পেপার বাতিল করেছে প্রশাসন।

আজ রবিবার ৭ জানুয়ারি সকালে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে। মূলত আগে থেকে সিল মেরে রাখার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. শোয়াইব বলেন, দোল্লাই নবাবপুর কেন্দ্রে ব্যালট পেপারে সমস্যার খবর পেয়ে ঘটনাস্থলে যান এ আসনের দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে যাচাই বাছাই করে ৫৩টি ব্যালটে সমস্যা পাওয়া গেলে তাৎক্ষণিক ওই ৫৩টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেন, চান্দিনা আসনে বেশ কিছু ভোটকেন্দ্রে আগে থেকেই ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা