এবার ভারতের বেঙ্গালুরুতে অতিরিক্ত বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে যাওয়াতে আন্ডারপাস দিয়ে গাড়ি আটকে এক তরুণীর মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল রবিবার ২১ মে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন ভানুরেখা। গাড়িটি আটকা পড়া অবস্থায় ভিতরে ভানুরেখাসহ আরও একজন চালক ছিলেন। গাড়ি চালানর সময় দূর থেকে আন্ডারপাসে পানি দেখে তার পরিমাণ বুঝতে পারেনি চালক।
আন্ডারপাস দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময়, গাড়িটি পানিতে ডুবে যায়। এই ঘটনা দেখে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর দেয়া হয় উদ্ধার দলকে। উদ্ধার কর্মীরা এসে গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভানুরেখাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকে পড়া চালকের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এ সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘বৃষ্টির কারণে আন্ডারপাসের ব্যারিকেডটি নীচে পড়ে গিয়েছিল। গাড়ির চালক ঝুঁকি নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঝুঁকি নেওয়া উচিত হয়নি।’ এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়িটি পানিতে আটকে যাওয়ার সাথে সাথেই পানিতে ডুবতে শুরু করে। তখন গাড়ি থেকে দুজন সাঁতার কেটে বের হয় কিন্তু ভানুরেখা বের হতে পারেনি।