এবার যারা নির্বাচন মানতে চায় না, যারা নির্বাচনের পরিবেশ ভণ্ডুল করতে চায় তারা সহিংসতা করতে পারে বলে আশঙ্কা করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ রবিবার ৭ জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি, কোথাও কোনো ধরনের ঝামেলা নেই।
এদিকে কোথাও কোনো নাশকতা কিংবা সহিংসতা হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোথাও কিছু ঘটনার আশঙ্কা নেই। তবে যারা নির্বাচন মানতে চায় না, যারা নির্বাচনের পরিবেশ ভণ্ডুল করতে চায় তার সহিংসতা করতে পারে। এরই মধ্যে যারা নাশকতার পরিকল্পনা করেছিল তাদের পরিকল্পনা অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছি। এরপরেও যদি কেউ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একদিকে নির্বাচন অন্যদিকে বিএনপির হরতাল। বিষয়টি কীভাবে দেখছেন? জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, প্রচুর মানুষ রাস্তায় আসছে, ভোটকেন্দ্রে যাচ্ছেন। হরতালের প্রতি কারও কোনো ধরনের সমর্থন নেই।
এদিকে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা হচ্ছে। জানতে চাইলে তিনি বলেন, একটি এলাকায় হাজার মানুষ থাকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, সামান্য ঝগড়া হতে পারে এতে করে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে তা নয়। বরং সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।