, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেন্দ্রে ভোটার আনা-নেওয়ার কাজে নিয়োজিত রিকশা নালায় ফেলে দিল বিএনপি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০২:১২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০২:১২:৪১ অপরাহ্ন
কেন্দ্রে ভোটার আনা-নেওয়ার কাজে নিয়োজিত রিকশা নালায় ফেলে দিল বিএনপি
এবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত একটি রিকশা নালায় ফেলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রবিবার ৭ জানুয়ারি দুপুরে থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগ সকাল ৯টার দিকে একই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
 
এদিকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়। 
 
জানা গেছে, রিকশাটি চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এম আবদুচ ছালামের পক্ষে ভোটার আনা-নেওয়া করছিল। কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করা ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আসনটিতে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। দলটির নেতা সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান