, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০১:৫৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০১:৫৫:৫১ অপরাহ্ন
অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
এবার লিখিত অনিয়মের অভিযোগে রাজবাড়ী কালুখালীর মাজবাড়ী হাড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে। এখন পর্যন্ত এই কেন্দ্রে ৮০০-এর বেশি ভোট কাস্ট হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকেই হাড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখের বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছেন। যে কারণে তাকে প্রত্যাহার করেন দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপজেলায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে।

এদিকে প্রত্যাহারকৃত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখ গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, প্রকাশ্যে ভোট নেওয়া হলেও নিরব ভূমিকা পালন করছিলেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস