এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য অনেক অদ্ভুত কর্মকাণ্ডই করে থাকে লোকজন। কখনো বাইক নিয়ে, কখনো গাড়ি নিয়ে অদ্ভুত কর্মকাণ্ড করে ভাইরাল হয়েছে অনেকেই। এবার দুই যুবক যে কাণ্ড ঘটালো সেটি যেন আরও একধাপ এগিয়ে।
বেশি ভিউ পাওয়ার নেশায় পুলিশের গাড়ির উপর বসেই রিল ভিডিও বানালো ভারতের দুই যুবক। ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের গাড়ির উপর বসেই রিল ভিডিও বানানোর ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের বাজারিয়া এলাকার।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয় তাতে দেখা যায়, পুলিশের একটি জিপ রাস্তায় দাঁড় করানো। সেই জিপ গাড়ির হেড ল্যাম্পগুলো জ্বলছিল। হঠাৎই দুই যুবক জিপের সামনের অংশে বসে এবং ছবি ও ভিডিও করা শুরু করে। ভিডিওটি পুলিশের নজরে আসতেই অভিযুক্ত সেই দুই যুবককে খুঁজতে শুরু করেছে স্থানীয় পুলিশ।
এদিকে কানপুর নগরের পুলিশ কমিশনার জানায়, দুই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানায়, ওই জিপটি গ্যারাজে নিয়ে যাওয়া হয়েছিল মেরামতের জন্য। তখনই এই রিল ভিডিও বানিয়েছেন স্থানীয় দুই যুবক। উল্লেখ্য, জিপটি ব্যবহার করেন কানপুর দোহাট পুলিশের অতিরিক্ত ডিজি। সূত্র : ইন্ডিয়া টুডে.