চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ রবিবার ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-১০ আসনে সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।
ভোট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে ভোট প্রদান হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আনিছুর রহমান বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করবেন। বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন।