, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজায় যুদ্ধ করতে গিয়ে পঙ্গু সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ১০:৪৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ১০:৪৮:১৯ পূর্বাহ্ন
গাজায় যুদ্ধ করতে গিয়ে পঙ্গু সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা
এবার গাজায় যুদ্ধ করতে গিয়ে গত ৩ মাসে এখন পর্যন্ত কমপক্ষে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা পঙ্গু হয়েছেন। টানা ১০ দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর গাজা সিটির ২টি অঞ্চল থেকে ইসরায়েলের সেনারা সরে গেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে।

গাজা সিটির দারাজ এবং তুফাহ থেকে ইসরায়েলের সেনারা সরে গেছে বলে জানিয়েছেন আলজাজিরার একজন সাংবাদিক। তিনি দাবি করেছেন, ইসরায়েলি সেনারা কবরস্থানের ওপর বুলডোজার চালিয়ে সদ্য সমাহিত করা মরদেহ বের করে ফেলেছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দাখিল করেছেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রায় ১০০ জন আইনজীবী।

এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে একই পরিবারের অন্তত ২২জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় ৩ মাসের বেশি সময় চলা ইসরায়েলের অব্যাহত হামলায় ২২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

অন্যদিকে হামাসের উপপ্রধান সালেহ অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান