, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়া পাট গুদামে আগুন, ক্ষতির পারিমান প্রায় ১ কোটি টাকা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন
উল্লাপাড়া পাট গুদামে আগুন, ক্ষতির পারিমান প্রায় ১ কোটি টাকা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার ভোর সাড়ে ৬ টার দিকে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার পাট বন্দরে একটি গুদামে আগুন লাগে। তবে  এই গুদামে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান গুদামসহ প্রায় ১ কোটি টাকা। দুবৃর্ত্তরা পাটের গুদামে আগুন ধরিয়ে দিয়েছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ করে পাট বন্দরের শফিকুল ইসলামের গুদামের পিছন থেকে আগুন লাগে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় উল্লাপাড়া থানা পুলিশ ও এলাকার লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আর্ধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

এই গুদামে শফিকুল ইসলাম ও খায়রুল ইসলামের ২ হাজার ৬ মন পাট সংরক্ষিত ছিল। শফিকুল ইসলাম জানান, দুবৃর্ত্তরা তাদের গুদামে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারনা। তাদের গুদামের প্রায় সব পাটই পুড়ে গেছে। এই পাটের মূল্য গুদামসহ প্রায় ১ কোটি টাকা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, তার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আর্ধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘটনাটি নাশকতা বলে পুলিশের ধারণা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা