, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যালট পৌঁছানোর চ্যালেঞ্জ ওভারকাম করতে পেরেছি, বাকিগুলোও পারব: ইসি রাশিদা সুলতানা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন
ব্যালট পৌঁছানোর চ্যালেঞ্জ ওভারকাম করতে পেরেছি, বাকিগুলোও পারব: ইসি রাশিদা সুলতানা
আজ ভোটের দিন সকালে ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা। আজ রবিবার ৭ জানুয়ারি সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল—নির্বাচন নিয়ে আরো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।

এদিকে নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সর্বশেষ সংবাদ