, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট চাইছেন নায়ক-নায়িকারা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ১০:৪২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ১২:৩৪:০৭ অপরাহ্ন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট চাইছেন নায়ক-নায়িকারা
চলতি মাসের আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। জমজমাট প্রচারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে ভোট চেয়েছেন ঢাকাই সিনেমার নায়ক-নায়িকারা।

গতকাল রবিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের হয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভোট চান — চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, সাইমন সাদিক, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খানসহ অনেকে।

জানা যায়, তারা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। পথে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ি এলাকায় খোলা ট্রাকে করে প্রচারে অংশ নেন।

এদিকে নায়ক-নায়িকাদের দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা। তারা খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটারদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা