, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৯:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৯:১৯:০২ অপরাহ্ন
‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’ ছবি : সংগৃহীত
ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেছেন, আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না এখানে জিনরাও কাজ করেব। তাদের (জিনদের) বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না। শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অভিনব পদ্ধতিতে মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। 

ইসলামী ঐক্যজোটের এই প্রার্থী বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্টতো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না।

তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।

মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন। তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা