, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জ- ৪ আসনে ১৩৭ ভোট কেন্দ্রের ৭৮ টি ঝুঁকিপূর্ণ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৭:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
সিরাজগঞ্জ- ৪ আসনে ১৩৭ ভোট কেন্দ্রের ৭৮ টি ঝুঁকিপূর্ণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১৩৭ ভোট কেন্দ্রের মধ্যে ৭৮ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে ঘোষনা করে হয়েছে। এসব ভোট কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। 
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সানজিদা সুলতানা জানান, নির্বাচন কমিশনের নিদের্শনার আলোকে এসব ভোট কেন্দ্রে একজন করে পুলিশের উপ-পরিদর্শকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন। মোট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গোটা নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকারী রিটানিং অফিসার আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠানের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
 
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ১৩৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১৩৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৯৬২ জন পোলিং অফিসার নিয়োগ দিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। এবছর ভোটের দিন ভোরে প্রতিটি ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালোট পেপার পাঠানো হবে।
সর্বশেষ সংবাদ