, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জ- ৪ আসনে ১৩৭ ভোট কেন্দ্রের ৭৮ টি ঝুঁকিপূর্ণ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৭:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
সিরাজগঞ্জ- ৪ আসনে ১৩৭ ভোট কেন্দ্রের ৭৮ টি ঝুঁকিপূর্ণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১৩৭ ভোট কেন্দ্রের মধ্যে ৭৮ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে ঘোষনা করে হয়েছে। এসব ভোট কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। 
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সানজিদা সুলতানা জানান, নির্বাচন কমিশনের নিদের্শনার আলোকে এসব ভোট কেন্দ্রে একজন করে পুলিশের উপ-পরিদর্শকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন। মোট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গোটা নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকারী রিটানিং অফিসার আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠানের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
 
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ১৩৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১৩৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৯৬২ জন পোলিং অফিসার নিয়োগ দিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। এবছর ভোটের দিন ভোরে প্রতিটি ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালোট পেপার পাঠানো হবে।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী