, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাত পোহালেই নির্বাচন, ভোট দিতে পারছেন না জিএম কাদের

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৫:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৫:২০:৩৮ অপরাহ্ন
রাত পোহালেই নির্বাচন, ভোট দিতে পারছেন না জিএম কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ভোট দিতে পারছেন না। রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিএম কাদের ভোটার হয়েছেন ঢাকার। তবে ভোট দিতে না পারলেও নির্বাচনের দিন নিজ আসনের ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন এবং সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন।

আজ শনিবার ৬ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আলহাজ্ব আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনের দিন রংপুরে অবস্থান করবেন। তিনি সকাল ৯টার মধ্যেই বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। রংপুরে থেকেই সারাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন।

এদিকে জিএম কাদের সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন তিনি।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে