, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আরএমপি কমিশনার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৩:৪৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৩:৪৮:৫৫ অপরাহ্ন
বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আরএমপি কমিশনার ফাইল ছবি
কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিপ্লব বিজয় তালুকদার বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সে জন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য ও চারজন আনসার দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চার পুলিশ সদস্য থাকবেন।

এছাড়া রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে ১৮ প্লাটুন সেনাবাহিনী, ২২ প্লাটুন বিজিবি ৩১৮৫ জন পুলিশ, ৯৬ জন র্যাব ও ৯২৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪৫ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনী অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করবেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস জানিয়েছে, বিভাগে এক হাজার বিজিবি সদস্য, পুলিশ ২০ হাজার, সেনাবাহিনীর তিন হাজার সাতশো জন এবং আনসারের ৬৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সাড়ে চারশো জন মাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে ভোটের সরঞ্জাম বিতরণে এসে রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪৯ জন মাজিস্ট্রেট নির্বাচনে বিচারিক দায়িত্বে থাকবেন।
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত