, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রকাশ্যে টাকা বিতরণ, নৌকার প্রার্থীকে শোকজ

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ০৫:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ০৫:১২:৫৪ অপরাহ্ন
প্রকাশ্যে টাকা বিতরণ, নৌকার প্রার্থীকে শোকজ ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. আনোয়ার খানের প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে তাকে শোকজ করেছে জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (৫ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারি জজ পলাশ বর্ধন এই শোকজ করেন।

ইসি জানায়, গত ৪ জানুয়ারি আপনি দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন, সংসদীয় আসন ২৭৪, লক্ষীপুর-১ এর নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে নির্বাচনী প্রচারণায় কতিপয় ব্যক্তিগণের মাঝে স্বয়ং নিজেই নিজ হস্তে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় নগদ অর্থ বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে অভিযোগ করেন। নগদ অর্থ বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, লক্ষীপুর ও সহকারি রিটার্নিং অফিসার অত্র কমিটির বরাবরে দাখিল করেন। আপনার এরূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

উপর্যুক্ত বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবেনা তৎমর্মে আগামী ৬ জানুয়ারি সকাল ১০.০০ ঘটিকার মধ্যে  লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস