, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যাত্রীবেশে ইয়াবা বিক্রি!

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০৬:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০৬:৪২:০৮ অপরাহ্ন
যাত্রীবেশে ইয়াবা বিক্রি!
তানজীন মাহমুদ (তনু): তিন হাজার পিস ইয়াবাসহ মো: ফয়েজ আলম (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে মিরপুরমডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনিকিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বিডি২৪রিপোর্ট’কে জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মিরপুরমডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে ফয়েজকে গ্রেফতার করা হয়। তখন তার দেহ তল্লা করে এক হাজারপিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাভারে তার বাসা থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। 

এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন।কক্সবাজার থেকে এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি কোন যাত্রী ছাউনি কিংবা কোন গণপরিবহনে থাকেন। সেখানেইমাদকসেবি দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকালও যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তার বিরুদ্ধেদুইটি মামলা রয়েছে
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব