, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্বাচনী টহলের সময় গাড়ি দুর্ঘটনা, বিজিবির ৪ সদস্য আহত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ১২:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ১২:১২:২২ অপরাহ্ন
নির্বাচনী টহলের সময় গাড়ি দুর্ঘটনা, বিজিবির ৪ সদস্য আহত ফাইল ছবি
ভোলার মনপুরায় বিজিবির একটি টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৪ বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারা ব্যারাকে ফিরে গেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির ও সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ৪ বিজিবি সদস্যের মধ্যে দু’জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণ। অপর দু’জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন। নুরুজ্জামান ও লক্ষণ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জানান, মনপুরা উপজেলায় নির্বাচনী ডিউটি করছিলেন নৌবাহিনী ও বিজিবির দু’টি টহল টিম। বিকেল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল করা টমটম গাড়িটির সামনের অংশ ভেঙে তা সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ৪ বিজিবি সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে নৌবাহিনীর টহল টিম উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা