, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোটের দিন বিশৃঙ্খলা করলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি কাদের মির্জার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ১১:৩১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ১১:৩১:৩৮ পূর্বাহ্ন
ভোটের দিন বিশৃঙ্খলা করলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি কাদের মির্জার
এবার নির্বাচনের দিন বিশৃঙ্খলা করলে বিশৃঙ্খলাকারীদের বাড়ি-ঘরে আগুন দেওয়ার হুমকি দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
 
মির্জা কাদের বলেছেন, ‘৭ তারিখ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যারা করবে তারা যেই হোক তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোম্পানীগঞ্জের মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম।’
 
কাদের মির্জা বলেন, ‘ছাত্রলীগের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএনপি-জামায়াতের কোনো লোক যাতে কেন্দ্রের আশপাশে না আসতে পারেন সেদিকে খেয়াল রাখা। তারা (বিএনপি-জামায়াত) অন্য প্রার্থীর ওপর ভর করে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’
 
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের যাদের যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আজ থেকে যার যার এলাকায় পাহারা বসাও, যাতে কোনো বিএনপি এলাকায় না আসতে পারে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
 
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, আওয়ামী লীগ নেতা মো. ইউনুসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা