, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ১১:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ১১:০৬:৫৮ পূর্বাহ্ন
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ফাইল ছবি
আজ পঞ্চগড়ে চলছে দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকালেও সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
 
গত বুধবার সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড তাপমাত্রা নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ। এরপর থেকেই তাপমাত্রা ৭ থেকে ৯-এর মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪।
 
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ৭ থেকে ৯ তাপমাত্রা থাকলে তা মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি বয়ে যায় আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামে ১০ এর নিচে।
এদিকে বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। সকাল ৭টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে।  স্থানীয়রা বলছেন, সকালে সূর্যের দেখা মিললেও সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত থাকে হাড়কাঁপানো শীত।

হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে যেতে দেখা যায় শ্রমিক, ভ্যানচালক, দিনমজুর থেকে নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষদের।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস