, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে মই থেকে পড়ে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০৬:২৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০৬:২৭:৫৮ অপরাহ্ন
রাজধানীতে মই থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী সামাদনগর এলাকায় একটি কারখানার ওয়েল্ডিয়ের কাজ করার সময় মই থেকে পড়ে মাইনুল (৩০) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২১ মে) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। মাইনুলের গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে সনির আখড়া এলাকায় থাকতেন।

গোডাউন নির্মাণের ঠিকাদার মো. জাকির হোসেন বলেন, ‘মাইনুল ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে ডেলি মজরিতে ওই কারখানায় কাজ করতেন। একতলা পরিমাণ ওপরে ওয়েলডিং করার জন্য ওপরে ওঠার সময় মই থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয় সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা