, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৭ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে: কাদের

  • আপলোড সময় : ০৪-০১-২০২৪ ০৪:২৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৪ ০৪:২৬:০৪ অপরাহ্ন
৭ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে: কাদের ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাউল করে পালিয়ে গেছে বিএনপি। এবার নির্বাচনে জয় হবে তারুণদের। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরবলেন, ছাত্রলীগকে সাধারণ ছাত্রদের কাছে আকর্ষণীয় করতে হবে, সাধারণদের কাছে পৌঁছাতে হবে, সব কিছুতে স্মার্ট হতে হবে। রাজনীতিতে মেধাবীদের আসতে হবে৷ না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে।তিনি বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে। এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। বিএনপি যতই আটলান্টিকের ওপারে (যুক্তরাষ্ট্র) তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


 
সর্বশেষ সংবাদ