গত বছরের শেষ মুহূর্তে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা ভালোই কেটেছে। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়েও পেলেন তিনি।
আজ বুধবার ৩ জানুয়ারি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল।
এদিকে তালিকায় সবার ওপরে থাকা পেসার মুস্তাফিজুর রহমান আছেন র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন দ্য কাটার মাস্টার।
বাংলাদেশের বোলারদের মধ্যে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত সিরিজটি না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন গেছেন সাকিব।
এদিকে বোলাররা উন্নতি করলেও ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।