, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শামীমের পক্ষে ভোট চেয়ে সাকিবের গণসংযোগ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০৪:১৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০৪:১৮:২৬ অপরাহ্ন
শামীমের পক্ষে ভোট চেয়ে সাকিবের গণসংযোগ
এবার ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে করলেন অল রাউন্ডার ক্রিকেটার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

আজ বুধবার ৩ জানুয়ারি ১১টা ৩৮ মিনিটে ফরিদপুরে পৌঁছে শহরের আলীপুর মহল্লায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন তিনি। ফরিদপুরে এসে তিনি দলীয় কার্যালয়ে শামীম হকসহ তার অনুসারীদের সঙ্গে কথা বলেন। দলীয় কার্যালয়ে শামীম হকের সঙ্গে মত বিনিময় করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান।

এ সময় তিনি বলেন, আমি মঙ্গলবারও এখানে এসেছিলাম। প্রধানমন্ত্রী এসেছিলেন শামীম ভাইয়ের জন্য। আজকেও আসলাম শামীম ভাইয়ের জন্য। আশা করছি ভালো কিছু হবে। সারাদেশে এই সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তাই এই উন্নয়নে ধারা অব্যাহত রাখতে সবাই আবার নৌকা মার্কায় ভোট দেবেন বলে আশা করি।
 
ওই সময় শামীম হক বলেন, ফরিদপুরে নৌকার গণজোয়ার তো ছিলই। গতকালের সমাবেশের পর মানুষের উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে। সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ ৭ তারিখে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে নৌকা মার্কায় ভোট দেবে।

সাকিব আল হাসান ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকার পর মুহূর্তের মধ্যে খবরটি শহরে ছড়িয়ে পড়ে। এরপর সেখানে উপস্থিত কয়েকজন নেতাকর্মী ও সংবাদকর্মীদের পাশাপাশি শতাধিক সাকিবভক্ত সেখানে ভিড় জমান। এ সময় ভক্তদের সাকিবের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা