আসন্ন সংসদ নির্বাচনে সব দল না আসায় অস্বস্তি ও অপূর্ণতা থেকে গেলো, এমন মন্তব্য নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার। আজ বুধবার ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এ সময় রাশেদা সুলতানা বলেন, নাশকতার অভিযোগে গ্রেফতার চলছে, তাই নির্বাচনের কারণে গ্রেফতার অভিযান বন্ধ থাকবে না।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে আবারো ভোট হয়েছিল। সেরকম পরিস্থিতি আর দেখতে চান না বলেও মন্তব্য করেন এই কমিশনার।
তিনি জানান- কোনো বিদেশি চাপ নেই, তবে নির্বাচন নিয়ে যেনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে তারা সজাগ রয়েছেন।