, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যে এলাকায় বেশি ভোট পড়বে, সেখানেই সবার আগে যাব: সাকিব

  • আপলোড সময় : ০৩-০১-২০২৪ ১১:০৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ১১:০৭:০৪ পূর্বাহ্ন
যে এলাকায় বেশি ভোট পড়বে, সেখানেই সবার আগে যাব: সাকিব
আসন্ন নির্বাচনে যে এলাকায় বেশি ভোট পড়বে, সেখানকার ভোটারদের সঙ্গে আগে দেখা করতে আসবেন বলে জানিয়েছেন মাগুরা-১ আসনের ক্রিকটার সাকিব আল হাসান। আজ বুধবার ৩ জানুয়ারি সকাল ৯টায় সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নলিয়াডাঙ্গি এলাকায় এক উঠান বৈঠকে তিনি কথা বলেন।

এ সময় সাকিবকে এক নজর দেখতে ভিড় করেন চারপাশের মানুষ। এ অলরাউন্ডার বলেন, তাকে এভাবে সবসময় দেখতে চাইলে ভোট দিতে হবে নৌকায়। ভোটের পর তিনি রেজাল্ট শিট দেখবেন। যে এলাকা থেকে বেশি ভোট পড়বে, সেখানেই সবার আগে দেখা করতে আসবেন তিনি।

এদিকে প্রতিদিনের তুলনায় আজ (বুধবার) দেরিতে প্রচারণায় নামায় সবার কাছে দুঃখ প্রকাশ করেন সাকিব আল হাসান। তফসিল অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন সব প্রার্থী।

৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এদিকে প্রতীক বরাদ্দ হওয়ার আগের দিন আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দেয়। দলটি প্রার্থী দিয়েছে ২৬৩টি আসনে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস