, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিলেটে দুই বিমানের পাখার ‘ঘষা’

  • আপলোড সময় : ০৩-০১-২০২৪ ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন
সিলেটে দুই বিমানের পাখার ‘ঘষা’
এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের পাখার সঙ্গে আরেকটির পাখার ‘ঘষা’ লেগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে গতকাল মঙ্গলবার ২ জানুয়ারি ওই বিমানবন্দরে পাঁচটি উড়োজাহাজ একে একে অবতরণ করে। এর মধ্যে ইউএস-বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল।

এদিকে সংশ্লিষ্টরা জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চীনের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল। পরে ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় একটি পাখার সঙ্গে আরেকটি পাখার ‘ঘষা’ লাগে।

এতে দুটি উড়োজাহাজেই ত্রুটি দেখা দেয়। এতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ওই পাঁচটি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, পাঁচটি উড়োজাহাজের মধ্যে চারটি যাত্রী নিয়ে মঙ্গলবার সিলেট ত্যাগ করে। ইউএস-বাংলার একটি উড়োজাহাজ যান্ত্রিক সমস্যার জন্য বিমানবন্দরে রয়েছে। সেটির মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে আজ বুধবার ৩ জানুয়ারি সেটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানান তিনি।

এ সময় হাফিজ আহমদ আরও জানান, পার্কিংয়ের সময় পাখার সঙ্গে উড়োজাহাজের পাখার একটি অংশের ‘ঘষা’ লেগে যান্ত্রিক সমস্যা হয়েছিল। ওই দুই ফ্লাইটের যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস