, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বর্ষবরণের রাতে ঢাকায় শতাধিক পাখির মৃত্যু

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ০৭:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ০৭:৪৮:২৮ অপরাহ্ন
বর্ষবরণের রাতে ঢাকায় শতাধিক পাখির মৃত্যু ছবি: সংগৃহীত
বর্ষবরণের রাতে বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি মারা গেছে। আতশবাজি ও পটকা ফুটানোয় শব্দ ও বায়ুদূষণ হয়েছে বলেও জানা যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শহরের পাখিগুলো। 

বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণের তথ্য মতে, বর্ষবণের রাতে চার প্রতাজির শতাধিক পাখি মারা গেছে। এর মধ্যে আর কমপক্ষে চার প্রজাতির পাখি ভয় ও আতঙ্কে বাসা থেকে উড়ে গেছে। বেশ কিছু এলাকায় পাখিরা অসুস্থ হয়ে পড়েছে। বর্ষবরণের রাতে বিকট শব্দে ও বায়ুদূষণের কারণে আটটি জায়গায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। পাখিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল চড়ুই। এর পর কাক, বাতাসী ও ঘরবাতাসী পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণের তথ্য থেকে আরও জানা যায়, সবচেয়ে বেশি মারা গেছে মিরপুর–১৪ নম্বর এলাকা, বোটানিক্যাল গার্ডেন ও জাতীয় চিড়িয়াখানা, তেজগাঁও সাতরাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরান ঢাকার গেন্ডারিয়া, ওয়ারী ও সদরঘাট এলাকায়। আর বিকট শব্দে বাসা থেকে বেশি পালিয়েছে টিয়া, লক্ষ্মীপ্যাঁচা, খঞ্জন ও শালিক পাখি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) আলাদা পর্যবেক্ষণে জানা যায়, গত বছরের তুলনায় পটকা, আতশবাজি পোড়ানো কমেছে। কমেছে ফানুস ওড়ানো। গত বছরের তুলনায় ৪৫ শতাংশ দূষণ কম হয়েছে। তবে তা-ও ছিল স্বাভাবিকের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু