মাহমুদা আক্তার, তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। মঙ্গলবার ২ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক কাজের সুবিধার জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি সাত কলেজের তৃতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় সমন্বয়কের দায়িত্ব থেকে ৩১ ডিসেম্বরে অবসরে যান ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ।এরআগে প্রথম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খোন্দকার।