, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রুয়েট হলে পাওয়া গেল ঝুলন্ত শিক্ষার্থীর মরদেহ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ১১:৫০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ১১:৫০:০১ পূর্বাহ্ন
রুয়েট হলে পাওয়া গেল ঝুলন্ত শিক্ষার্থীর মরদেহ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ওই শিক্ষার্থী হলেন-ঢাকা জেলার ধানমন্ডি উপজেলার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে ও রুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সামিউর রহমান।

বোয়ালিয়া মডেল থানার পুলিশ জানান, সামিউর রহমান রাতে ছাত্রাবাসে নিজ কক্ষ ২০২ নম্বরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেন। মেসের অন্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুল বারির নেতৃত্বে একটি দল ঘটনা স্থলে এসে দরজার লক ভেঙ্গে সামিউর রহমানকে উদ্ধার করেন। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা সামিউর রহমান আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৭ মে দুপুরে রুয়েটের শহীদ শহীদুল্লাহ হল থেকে তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী রুয়েট মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ