, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভূমিকম্পে জাপানে আটকা পড়েছিলেন অভিনেতা জুনিয়র এনটিআর 

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ০১:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ০১:৪৭:০২ অপরাহ্ন
ভূমিকম্পে জাপানে আটকা পড়েছিলেন অভিনেতা জুনিয়র এনটিআর 
নতুন বছর বরণে ভারতের প্রায় সেলিব্রেটিই দেশের বাইরে পাড়ি জমান। ব্যতিক্রম নন তেলুগু সিনে-তারকা জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে ১ জানুয়ারি জাপানে ছিলেন তিনি। হঠাৎই ঘটে অঘটন। প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র জাপান। মুহূর্তেই সব তছনছ।

মৃত্যুকে যেন চোখের সামনে দেখলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা। তাঁর চিন্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঘুমও উড়ে গিয়েছিল। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি।

জাপানিজদের প্রতি গভীর শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ দেশে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’

এ ছাড়া ভূমিকম্পের খবর শোনা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এসএস রাজমৌলি। এক্স হ্যান্ডেলে ‘বাহুবলী’খ্যাত এই নির্মাতা বলেন, ‘কয়েক দফার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের জন্য খারাপ লাগছে। আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা দখল করে আছে দেশটি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য চিন্তা হচ্ছে।’ 

গতকাল সোমবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে। সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩০ জনে দাঁড়িয়েছে। একদিনে ভূকম্পন অনুভূত হয়েছে ১৫৫ বার। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। বাড়তে পারে মৃতের সংখ্যা। 
 
এদিকে বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর অভিনেতা মহেশ বাবুকে নিয়ে নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন রাজমৌলি। সিনেমাটি নিয়ে খুব বেশি এখনও বলতে নারাজ সংশ্লিষ্টরা। তবে এ বছরই শুটিং শুরুর কথা রয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান