সাইফুল্লাহ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে হাউজিং সোসাইটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১০ বছর আপনাদের সেবা করে আসছি। ১১শ নির্বাচনে আমি না থাকলেও আমার দরজা আপনাদের জন্য খোলা ছিল। সর্বদা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা করা। আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভালোবেসে ভোট কেন্দ্রে আসবেন। নৌকাতে ভোট দিবেন।
কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় কোন কিশোর গ্যাং থাকতে পারবে না। যারা আছো, তারা ভালো হয়ে যাও। আগামী ৭ তারিখের পর তোমাদের চেহারা মোহাম্মদ-পুরবাসী দেখবে না। যাদের সন্তানরা এ কাজে জড়িত তারা সন্তানদের সামলান, না হলে কাঁদতে হবে আপনাদের।
মাদক নিয়েও নানক বলেন, মোহাম্মদপুর এলাকা এক সময় মাদকের আখড়া ছিল। চতুর্দিকে মাদক আর মাদক। আমার ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমেই মাদক নির্মূলে হাত দেয়।
উন্নয়নের বিষয় নিয়ে নানক বলেন, আপনাদের রায়ের বাজার কবরস্থান করতে আমাকে মাসে কয়েক কোটি টাকা দিতে চাইলেও আমি আমার জনগনের ভালোবাসায় এটাকে গ্রহণ করি নি। এর জন্য কয়েকটা মামলা হলেও আমি সেটাকে সামাল দিয়েছি। এ ছাড়া ঢাকা উদ্যানে প্রথম পানির পাম্প, পিচের রাস্তা সহ আরও অনেক কাজ করেছি।
৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আসিফ আহমেদ বলেন, কিশোর গ্যাং নির্মূল করতে চাইলে সকল বাড়ির মালিকের প্রতি আমার অনুরোধ আপনারা বস্তি ভাড়া দিবেন না। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা উদ্যান মালিক সমিতির সভাপতি আবু সায়েম শাহিন সহ চন্দ্রিমা, তুরাগ হাউজিং এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতাকর্মীরা।