, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কেবল তো শুরু: দেশে ফিরে শরিফুল

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ১০:৪৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ১০:৪৮:১২ পূর্বাহ্ন
কেবল তো শুরু: দেশে ফিরে শরিফুল
এবার বিদায়ী বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমনই হোক, বোলার শরিফুল ইসলামের জন্য সেটা ভালোই ছিল। তিন ফরম্যাটেই দেশের সেরা বোলারদের একজন ছিলেন। আবার পুরো বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটইতে বছরে সবশেষ সিরিজেও বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। 
 
এদিকে নিউজিল্যান্ড থেকে গতকাল সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা। শরিফুল অবশ্য প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকে, ‘আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো।’ 
 
এবার নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই জানালেন, এটা কেবলমাত্র শুরু, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরো অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’ 
 
এদিকে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। দেশে আর দেশের বাইরে তার ভূমিকা মুগ্ধ করেছে সকলকে। দলের নির্ভরযোগ্য এই পেসারও উচ্ছ্বসিত শান্তকে নিয়ে, ‘সবাই খুব ভালো। শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি।’ 

শরিফুলের আক্ষেপ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশাআল্লাহ আমরা জিততাম। জানিনা খেলা হলে কি হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’