, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কামারখন্দে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০৬:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ০৬:৩১:৩৫ অপরাহ্ন
কামারখন্দে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বছরের ১ম দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মতো নানা আয়োজনে বই উৎসব পালিত হয়েছে। তুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে নতুন বই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দ মেতে ওঠে।

সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের ২০২৪ এর নতুন বই হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

বই উৎসবে নতুন বছরে প্রথম দিনই বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ প্রানবন্ত করে তোলে। অনেক ছাত্র ছাত্রীদের ফসলি ক্ষেতের রাস্তা জুড়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৩ হাজার ৬০০ পিচ নতুন বই বিতরণ কার্যক্রম চলবে।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা