প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও সারাদেশে ২০২৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে নতুন বই নিচ্ছে। নতুন বইয়ের গন্ধ মেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরছে।
সারাদেশের ন্যায় বীরগঞ্জ উপজেলায় বই উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
১ জানুয়ারি সোমবার সকালে বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মুক্তার আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। এ ছাড়া এ সময় ও বীরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।